ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র ও বিএনপি নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে-ব‍্যারিস্টার শাকিলা ফারজানা আওয়ামী কুকর্মের সহযোগীকে ফরহাদাবাদ স্কুলে আবারো সভাপতি মনোনয়ন হাটহাজারীতে রোজাদারদের সম্মানে এবি পার্টির ইফতার মাহফিল যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও স্বামরকলিপি প্রদান ইচ্ছার ইফতার আয়োজন সম্পন্ন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আলহাজ্ব সালাউদ্দীন আলী হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন ভয়াবহ অগ্নিকান্ডে ধ্বংস স্তূপে সাজেক হাটহাজারীতে তৃণমূল পর্যায়ে জনগণের কল্যাণে ত্যাগ স্বীকারের মাধ্যমে কাজ করার আহ্বান ডেভিল হান্ট অভিযানে পানছড়িতে গ্রেফতার তিন

বিএনপি নেতা আবদুস সালাম কোথায়?

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • 102

ঢাকা: সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে দীর্ঘ দিন থেকে আন্দোলন ও সভা-সমাবেশ করে আসছে বিএনপি।

এসব সভায় নিয়মিতই বক্তব্য রেখেছেন মহাসচিব-স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা।

সেখানে সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য রেখেছেন এসব বিএনপি নেতারা।  

এসব বক্তব্যের মধ্যে ‘চটকদার’কথা বলে নজর কাড়েন দলটির ঢাকা মহানগর আহ্বায়ক আবদুস সালাম।

সমাবেশে নজরকাড়া বক্তব্য দিলেও মূলত সরকারবিরোধী একদফা দাবি আদায়ে ঘোষিত অবরোধ-হরতাল কর্মসূচিতে দেখা মিলছে না এ বিএনপি নেতার।  

এমনকি ঘোষিত কর্মসূচির সমর্থনে কর্মীরা রাজপথে নেমে আহত বা গ্রেপ্তার হলে তাদের পাশে না দাঁড়িয়ে ‘গা ঢাকা’ দিয়ে থাকতে বলেছেন তিনি।

সরকার পতনের একদফা দাবিতে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত বিরোধী দলগুলোর সর্বাত্মক অবরোধ কর্মসূচির নবম দফা শুরু হয়েছে আজ রোববার (৩ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে। ৪৮ ঘণ্টার এই অবরোধ চলবে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত।  

এর আগে একই দাবিতে গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশি বাধা ও হামলার পর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এসব কর্মসূচি মাঠপর্যায়ের সাধারণ নেতাকর্মী ও যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর নেতারা পালন করলেও মূল নেতৃত্বে থাকা বিএনপির নেতাদের পাওয়া যাচ্ছে না।  

এর আগে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সমাবেশে ‘নজরকাড়া চটকদার’ বক্তব্য দিয়েছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। বক্তব্যের সময় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘ভুয়া ভুয়া’ বলে বিভিন্ন সময় স্লোগান দিয়েছেন। এছাড়া সরকারকে টেনেহিঁচড়ে নামানো, পালাবার পথ খুঁজে পাবে নাসহ বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন তিনি।  

সভা-সমাবেশে বক্তব্য দিয়ে আলোচনায় এলেও মূলত সরকার পতনের রাজপথের কোনো আন্দোলনে বিএনপির এই নেতার দেখা মিলছে না। এমনকি রাজপথে নামা কর্মীদের নিরুৎসাহী করে দলের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন। এতে কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন মামলায় বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। বাকি নেতারা আত্মগোপনে থেকে হরতাল-অবরোধের কর্মসূচি বাস্তবায়ন করছেন। গ্রেপ্তার এড়াতে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি পালন করছেন তারা।

বিএনপির ঢাকা মহানগরের ওয়ার্ড পর্যায়ের নেতারা বলছেন, সমাবেশে কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের সঙ্গে রাজপথের আন্দোলনের কোনো মিল পাওয়া যাচ্ছে না। আমরা জীবনবাজি রেখে হরতাল-অবরোধ বাস্তবায়নে রাজপথে নামলেও দু-একজন ছাড়া বাকি কোনো নেতাকে পাওয়া যাচ্ছে না। এমনকি রাজপথে নামলেও বাধা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
টিএ/এসএএইচ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র ও বিএনপি নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে-ব‍্যারিস্টার শাকিলা ফারজানা

বিএনপি নেতা আবদুস সালাম কোথায়?

আপডেট সময় : ০৪:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

ঢাকা: সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে দীর্ঘ দিন থেকে আন্দোলন ও সভা-সমাবেশ করে আসছে বিএনপি।

এসব সভায় নিয়মিতই বক্তব্য রেখেছেন মহাসচিব-স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা।

সেখানে সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য রেখেছেন এসব বিএনপি নেতারা।  

এসব বক্তব্যের মধ্যে ‘চটকদার’কথা বলে নজর কাড়েন দলটির ঢাকা মহানগর আহ্বায়ক আবদুস সালাম।

সমাবেশে নজরকাড়া বক্তব্য দিলেও মূলত সরকারবিরোধী একদফা দাবি আদায়ে ঘোষিত অবরোধ-হরতাল কর্মসূচিতে দেখা মিলছে না এ বিএনপি নেতার।  

এমনকি ঘোষিত কর্মসূচির সমর্থনে কর্মীরা রাজপথে নেমে আহত বা গ্রেপ্তার হলে তাদের পাশে না দাঁড়িয়ে ‘গা ঢাকা’ দিয়ে থাকতে বলেছেন তিনি।

সরকার পতনের একদফা দাবিতে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত বিরোধী দলগুলোর সর্বাত্মক অবরোধ কর্মসূচির নবম দফা শুরু হয়েছে আজ রোববার (৩ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে। ৪৮ ঘণ্টার এই অবরোধ চলবে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত।  

এর আগে একই দাবিতে গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশি বাধা ও হামলার পর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এসব কর্মসূচি মাঠপর্যায়ের সাধারণ নেতাকর্মী ও যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর নেতারা পালন করলেও মূল নেতৃত্বে থাকা বিএনপির নেতাদের পাওয়া যাচ্ছে না।  

এর আগে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সমাবেশে ‘নজরকাড়া চটকদার’ বক্তব্য দিয়েছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। বক্তব্যের সময় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘ভুয়া ভুয়া’ বলে বিভিন্ন সময় স্লোগান দিয়েছেন। এছাড়া সরকারকে টেনেহিঁচড়ে নামানো, পালাবার পথ খুঁজে পাবে নাসহ বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন তিনি।  

সভা-সমাবেশে বক্তব্য দিয়ে আলোচনায় এলেও মূলত সরকার পতনের রাজপথের কোনো আন্দোলনে বিএনপির এই নেতার দেখা মিলছে না। এমনকি রাজপথে নামা কর্মীদের নিরুৎসাহী করে দলের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন। এতে কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন মামলায় বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। বাকি নেতারা আত্মগোপনে থেকে হরতাল-অবরোধের কর্মসূচি বাস্তবায়ন করছেন। গ্রেপ্তার এড়াতে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি পালন করছেন তারা।

বিএনপির ঢাকা মহানগরের ওয়ার্ড পর্যায়ের নেতারা বলছেন, সমাবেশে কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের সঙ্গে রাজপথের আন্দোলনের কোনো মিল পাওয়া যাচ্ছে না। আমরা জীবনবাজি রেখে হরতাল-অবরোধ বাস্তবায়নে রাজপথে নামলেও দু-একজন ছাড়া বাকি কোনো নেতাকে পাওয়া যাচ্ছে না। এমনকি রাজপথে নামলেও বাধা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
টিএ/এসএএইচ