ভ্রাম্যমান প্রতিনিধি, সিলেট বিভাগ
সিলেট সরকারের হাজার কোটি টাকার খাস জমি জবর দখল চলছে , সিলেট সিটি কর্পোরেশন 35 নং ওয়ার্ড এলাকাধীন, শাহ পরান থানা আওতাভুক্ত দেব পুর মৌজা জে এল নং 96,81, এর অন্তর্ভুক্ত, খাদিম চা বাগান রয়েছে।এতে পাহাড় বন টিলা চা বাগান লয়েক পতিত জঙ্গল সাইল চারা ছড়া নালা খাল এতে 1956, ইং সালে পাকিস্তান সরকার প্রতিপক্ষ বন্দোবস্ত লিজ দেওয়া হয় পাকিস্তান কম্পানি খাদিম টি গার্ডেন নামে এস এ রেকর্ড ভুক্ত হয় খাদিম টি গার্ডেন নামে পরিচিত ছিল বর্তমানে রয়েছে,
সাবেক বন্দোবস্ত লিজ বাতিল হয়ে যাওয়ার পর বর্তমান 2012, থেকে 2032, সাল পর্যন্ত নিনা আফজাল রশিদ চৌধুরী উনার নামে পরিচিত খাদিম চা বাগান রয়েছে ।
কিন্তু পাবলিক প্রভাবশালী নেতাদের দখলে রয়েছে খাদিম নগর মৌজার সরকারী খাস জমি সহ এতে ইসলাম পুর মেজর টিলা মোহাম্মদ পুর এলাকার বাসিন্দা সাবেক কাউন্সিলার যুবলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম মিলন মেম্বার সহ সাদিকুর রহমান সৈয়দ পুর এলাকার বাসিন্দা ও বর্তমান লিটন মিয়া, মেজর টিলা, এলাকার বাসিন্দা সিরাজ উদ্দিন খাদিম পাড়া 2 নং রোডের ভেতরে চাঁন পুরী বস্তি এলাকার বাসিন্দা।
এরা সবাই মিলে বিগত অনেক দিন ধরে অনুমোদন ছাড়া সরকারী খাস জমি বন্দোবস্ত লিজ আওতায় খাদিম চা বাগানের জায়গা জবর দখল করে নিচ্ছে ও দখল স্টার্ম এর মাধ্যমে জায়গা বিক্রি হচ্ছে অবিরাম। এতে অনুমোদন ছাড়া পাহাড় টিলা কেটে উজাড় করে দিতেছে এবং অনুমোদন ছাড়া সরকারী খাস জমি বন্দোবস্ত লিজ আওতায় খাদিম চা বাগানের জায়গার উপর ফাঁকা ওয়ালের বিল্ডিং টিনের ঘর বাড়ি তৈরি করা হচ্ছে এবং হয়েছে ।
এতে সিলেট জেলা প্রশাসক এসিলেন্ট ইউএনও পরিবেশ মাঝে মাঝে অভিযান চালিয়েও থামাতে পারছে না । এ দখল বানিজ্য এতে বেশি করে নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রকাশিত সরকারী খাস জমি বন্দোবস্ত লিজ আওতায় চা বাগানের জায়গা জবর দখল করে নিয়েছে দখল স্টাম এর মাধ্যমে বিক্রি হচ্ছে অবিরাম ভাবে । অনুমোদন ছাড়া পাহাড় টিলা কেটে উজাড় করে দিতেছে এবং অনুমোদন ছাড়া সরকারী খাস জমি চা বাগানের জায়গার উপর ফাঁকা ওয়ালের বিল্ডিং টিনের ঘর বাড়ি তৈরি করা হচ্ছে এবং হয়েছে সাবেক 9 নং উপজাতি কুলি বস্তি বর্তমান উত্তর মোহাম্মদপুর ফাতেমা নগর বানিয়ে দখল করে নিচ্ছে ও দখল ইস্টাম মাধ্যমে বেসা বিক্রি হচ্ছে অবিরাম এতে এখনো পর্যন্ত উপজাতি কুলি বস্তি এলাকা বাসিন্দারা বসবাস করছে এদিকে কিছু অসাধু উপজাতি কুলি বস্তি এলাকার বাসিন্দা জরিত রয়েছে এরা বিভিন্ন ধরনের দলিল সুলেনামা তৈরি করা হচ্ছে উপজাতি কুলি বস্তি এলাকা কিছু অসাধু ব্যক্তিরা নিজেরা নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রকাশিত সরকারী খাস জমি বন্দোবস্ত লিজ আওতায় খাদিম চা বাগানের জায়গা জবর দখল করে নিয়েছে দখল ইস্টাম মাধ্যমে বেসা বিক্রি হচ্ছে অবিরাম ভাবে অনুমোদন ছাড়া পাহাড় বন টিলা চা বাগান কেটে উজাড় করে দিতেছে এবং অনুমোদন ছাড়া সরকারী খাস জমি চা বাগানের জায়গার উপর ফাঁকা ওয়ালের টিনের ঘর বাড়ি তৈরি করা হচ্ছে এবং হয়েছে এতে সিলেট জেলা প্রশাসক এসিলেন্ট ইউএনও পরিবেশ তফসিল কর্মকর্তা গং নিরব ভূমিকা পালন করছেন এদিকে দিনের পর দিন সরকারের হাজার কোটি টাকার খাস জমি চা বাগানের জায়গা জবর দখল লুট পাট চলছে চলিতেছে এতে দেখার কেউ নেই তাই সিলেট জেলা প্রশাসক এসিলেন্ট ইউএনও পরিবেশ বিভাগীয় পুলিশ কমিশনার মহোদয় সুদৃষ্টি কামনা করছি যে এদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি উপর উল্লেখযোগ্য ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ রইলো