ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র ও বিএনপি নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে-ব‍্যারিস্টার শাকিলা ফারজানা আওয়ামী কুকর্মের সহযোগীকে ফরহাদাবাদ স্কুলে আবারো সভাপতি মনোনয়ন হাটহাজারীতে রোজাদারদের সম্মানে এবি পার্টির ইফতার মাহফিল যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও স্বামরকলিপি প্রদান ইচ্ছার ইফতার আয়োজন সম্পন্ন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আলহাজ্ব সালাউদ্দীন আলী হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন ভয়াবহ অগ্নিকান্ডে ধ্বংস স্তূপে সাজেক হাটহাজারীতে তৃণমূল পর্যায়ে জনগণের কল্যাণে ত্যাগ স্বীকারের মাধ্যমে কাজ করার আহ্বান ডেভিল হান্ট অভিযানে পানছড়িতে গ্রেফতার তিন

শপথ নিলেন ১১ নতুন প্রতিমন্ত্রী

শপথ নিলেন ১১ নতুন প্রতিমন্ত্রী
নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রীদের শপথের পর মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ১১ প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

বঙ্গভবনে বৃহস্পতিবার মন্ত্রিসভার শপথ আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিকেল থেকে মন্ত্রিসভার নতুন সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বঙ্গভবনে উপস্থিত হতে শুরু করেন।

শপথ অনুষ্ঠানের শুরুতে প্রথম শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদের ২৫ নতুন মন্ত্রী শপথ নেন। শপথ বাক্য শেষে তারা গোপনীয়তা রক্ষার শপথও পড়েন। পরে শপথ নেন প্রতিমন্ত্রীরা।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণকারী প্রতিমন্ত্রীরা হলেন নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, জাহিদ ফারুক, সিমিন হোসেন (রিমি), কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. মহিববুর রহমান, মোহাম্মদ আলী আরাফাত, শফিকুর রহমান চৌধুরী, রুমানা আলী, আহসানুল ইসলাম (টিটু)। শপথ শেষে শপথপত্রে স্বাক্ষর করেন প্রতিমন্ত্রীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের চার দিনের মাথায় টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সংসদের ৩০০ আসনের মধ্যে রোববার (৭ জানুয়ারি) ভোট হয়েছে ২৯৯ আসনে। এরমধ্যে একটি কেন্দ্রে ফল স্থগিত থাকায় ময়মনসিংহের একটি আসনের ফলাফল আটকে আছে।

২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১, ওয়ার্কার্স পার্টি ১, জাসদ ১, কল্যাণ পার্টি ১ এবং ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

একাদশ সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর, এরপর ৪৮ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করা হয়। ২০১৯ সালের ৩ জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সেদিনই রাষ্ট্রপতির সরকার গঠনের আমন্ত্রণ জানান। এরপর ৭ জানুয়ারি বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে শপথ পড়ান সে সময়ের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপ-মন্ত্রী গত পাঁচ বছর সরকার পরিচালনার দায়িত্ব পালন করে আসছিলেন। তাদের মধ্যে টেকনোক্র্যাট দুই মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন।

নতুন সরকারের মন্ত্রিসভার জন্য ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শপথ নেওয়া নতুন মন্ত্রীরা হলেন আ ক ম, মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, মোহাম্মদ হাছান মাহমুদ, ডা. দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, আব্দুস সালাম, মো. ফরিদুল হক খান, র আ ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, নারায়ণ চন্দ্র চন্দ, জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, মো. আব্দুস শহীদ, স্থপতি ইয়াফেস ওসমান, ডা. সামন্ত লাল সেন, মো. জিল্লুল হাকিম, ফরহাদ হোসেন, নাজমুল হাসান, সাবের হোসেন চৌধুরী এবং মহিবুল হাসান চৌধুরী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র ও বিএনপি নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে-ব‍্যারিস্টার শাকিলা ফারজানা

শপথ নিলেন ১১ নতুন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

শপথ নিলেন ১১ নতুন প্রতিমন্ত্রী
নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রীদের শপথের পর মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ১১ প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

বঙ্গভবনে বৃহস্পতিবার মন্ত্রিসভার শপথ আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিকেল থেকে মন্ত্রিসভার নতুন সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বঙ্গভবনে উপস্থিত হতে শুরু করেন।

শপথ অনুষ্ঠানের শুরুতে প্রথম শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদের ২৫ নতুন মন্ত্রী শপথ নেন। শপথ বাক্য শেষে তারা গোপনীয়তা রক্ষার শপথও পড়েন। পরে শপথ নেন প্রতিমন্ত্রীরা।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণকারী প্রতিমন্ত্রীরা হলেন নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, জাহিদ ফারুক, সিমিন হোসেন (রিমি), কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. মহিববুর রহমান, মোহাম্মদ আলী আরাফাত, শফিকুর রহমান চৌধুরী, রুমানা আলী, আহসানুল ইসলাম (টিটু)। শপথ শেষে শপথপত্রে স্বাক্ষর করেন প্রতিমন্ত্রীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের চার দিনের মাথায় টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সংসদের ৩০০ আসনের মধ্যে রোববার (৭ জানুয়ারি) ভোট হয়েছে ২৯৯ আসনে। এরমধ্যে একটি কেন্দ্রে ফল স্থগিত থাকায় ময়মনসিংহের একটি আসনের ফলাফল আটকে আছে।

২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১, ওয়ার্কার্স পার্টি ১, জাসদ ১, কল্যাণ পার্টি ১ এবং ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

একাদশ সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর, এরপর ৪৮ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করা হয়। ২০১৯ সালের ৩ জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সেদিনই রাষ্ট্রপতির সরকার গঠনের আমন্ত্রণ জানান। এরপর ৭ জানুয়ারি বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে শপথ পড়ান সে সময়ের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপ-মন্ত্রী গত পাঁচ বছর সরকার পরিচালনার দায়িত্ব পালন করে আসছিলেন। তাদের মধ্যে টেকনোক্র্যাট দুই মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন।

নতুন সরকারের মন্ত্রিসভার জন্য ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শপথ নেওয়া নতুন মন্ত্রীরা হলেন আ ক ম, মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, মোহাম্মদ হাছান মাহমুদ, ডা. দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, আব্দুস সালাম, মো. ফরিদুল হক খান, র আ ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, নারায়ণ চন্দ্র চন্দ, জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, মো. আব্দুস শহীদ, স্থপতি ইয়াফেস ওসমান, ডা. সামন্ত লাল সেন, মো. জিল্লুল হাকিম, ফরহাদ হোসেন, নাজমুল হাসান, সাবের হোসেন চৌধুরী এবং মহিবুল হাসান চৌধুরী।