মো.নাসির উদ্দিন ফকির লিটন,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের দক্ষিন গোপালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করেছেন অধ্যাপক ডাক্তার কাজী জোহরা বেগম ফউন্ডেশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন। মরহুম কাজী আব্দুস সবুর মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ধানমন্ডি পপুলার (প্রাঃ) হাসপাতালে ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার বাদ জুম’আ গোপালপুর খেলার মাঠে জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। উল্লেখ্য মরহুম বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর এলাকায় উন্নয়ন সাধারণ মানুষের সেবায় নিয়েজিত ছিলেন। নিহতের কফিনে গার্ড অফ অনার প্রদর্শন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম,বীর মুক্তিযোদ্ধা, মো. ফজলুল হক বেপারী, কালকিনি ও ডাসার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম ::
বীরমুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- 84
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ