ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র ও বিএনপি নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে-ব‍্যারিস্টার শাকিলা ফারজানা আওয়ামী কুকর্মের সহযোগীকে ফরহাদাবাদ স্কুলে আবারো সভাপতি মনোনয়ন হাটহাজারীতে রোজাদারদের সম্মানে এবি পার্টির ইফতার মাহফিল যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও স্বামরকলিপি প্রদান ইচ্ছার ইফতার আয়োজন সম্পন্ন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আলহাজ্ব সালাউদ্দীন আলী হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন ভয়াবহ অগ্নিকান্ডে ধ্বংস স্তূপে সাজেক হাটহাজারীতে তৃণমূল পর্যায়ে জনগণের কল্যাণে ত্যাগ স্বীকারের মাধ্যমে কাজ করার আহ্বান ডেভিল হান্ট অভিযানে পানছড়িতে গ্রেফতার তিন

নমনের ফিচারিংয়ে গাইলেন নুজহাত রাহনুম

  • আয়শা
  • আপডেট সময় : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • 126

সেই শৈশব থেকেই এখনো পর্যন্ত তাকে ঘিরে আছে শুধুই সংগীত। গল্প, আড্ডা, জীবনযাপন সবকিছুই সংগীতকে ঘিরে। মাঝে ছিল খানিকটা বিরতি। সেই বিরতি ভেঙে ফের গানের ভুবনে সরব হয়েছেন গীতিকার-সুরকার ও সংগীত পরিচালক নমন। নিয়ে এলেন রবীন্দ্রসংগীত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’।

নমন ফিচারিংয়ে গানটি গেয়েছেন নুজহাত রাহনুমা। সম্প্রতি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে NMN STATION OFFICIAL ইউটিউব চ্যানেল।

এ প্রসঙ্গে নমন বলেন, ‘এই এরেঞ্জমেন্টটি করতে পেরে ভীষণ আনন্দিত। যারা শ্রোতার মতো শ্রোতা তাদের জন্যই এ গান। গানটি গাওয়ার মতো সাহস সবাই করতে চায় না। তবে সেই সাহস দেখিয়ে ভালো গেয়েছেন নুজহাত।’

আরও বলেন, ‘এখন থেকে নিয়মিত গান প্রকাশ করব। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সিডির যুগে যেভাবে ফিচারিং অডিও অ্যালবামগুলো করা হতো, ঠিক সেই সময়টাকে স্মরণ করেই এখনকার কাজগুলো করা হচ্ছে। সামনে আরও ভালো কিছু কাজ আসছে।’

তরুণ শিল্পী নুজহাত রাহনুমা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাসিকাল ডিপার্টমেন্টে অধ্যায়নরত এবং ২০১৮ সাল থেকে ড. প্রিয়াঙ্কা গোপ, ড. কুহেলী ইসলাম ও ২০২২ সাল থেকে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর শিষ্য তিনি।

এর আগে মুক্তি পায় নুজহাতের হাবিব ওয়াহিদের ফিচারিং ‘তোমার প্রেমে’ গান। এ গানের মাধ্যমে সংগীত ভুবনে পা রাখেন তিনি।

নতুন গান প্রসঙ্গে নুজহাত বলেন, ‘২০০৯ সালে শাস্ত্রীয় সংগীতের তালিম নিই ছায়ানট থেকে। নিয়মিত সংগীত চর্চা করছি। রবীন্দ্রসংগীতের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। অনুপ্রেরণায় ছিলেন বাবা। এত সুন্দর একটি রবীন্দ্রসংগীতের আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে খুব ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর গানটি মুক্তি পেয়েছে। এর সংগীতায়োজন নৈপুণ্যের সঙ্গে করেছেন নমন ভাই। নিজের সর্বোচ্চ দিয়ে ভালো গাওয়ার চেষ্টা করেছি। দীর্ঘ অপেক্ষার পর গানটি মুক্তি পেয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র ও বিএনপি নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে-ব‍্যারিস্টার শাকিলা ফারজানা

নমনের ফিচারিংয়ে গাইলেন নুজহাত রাহনুম

আপডেট সময় : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

সেই শৈশব থেকেই এখনো পর্যন্ত তাকে ঘিরে আছে শুধুই সংগীত। গল্প, আড্ডা, জীবনযাপন সবকিছুই সংগীতকে ঘিরে। মাঝে ছিল খানিকটা বিরতি। সেই বিরতি ভেঙে ফের গানের ভুবনে সরব হয়েছেন গীতিকার-সুরকার ও সংগীত পরিচালক নমন। নিয়ে এলেন রবীন্দ্রসংগীত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’।

নমন ফিচারিংয়ে গানটি গেয়েছেন নুজহাত রাহনুমা। সম্প্রতি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে NMN STATION OFFICIAL ইউটিউব চ্যানেল।

এ প্রসঙ্গে নমন বলেন, ‘এই এরেঞ্জমেন্টটি করতে পেরে ভীষণ আনন্দিত। যারা শ্রোতার মতো শ্রোতা তাদের জন্যই এ গান। গানটি গাওয়ার মতো সাহস সবাই করতে চায় না। তবে সেই সাহস দেখিয়ে ভালো গেয়েছেন নুজহাত।’

আরও বলেন, ‘এখন থেকে নিয়মিত গান প্রকাশ করব। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সিডির যুগে যেভাবে ফিচারিং অডিও অ্যালবামগুলো করা হতো, ঠিক সেই সময়টাকে স্মরণ করেই এখনকার কাজগুলো করা হচ্ছে। সামনে আরও ভালো কিছু কাজ আসছে।’

তরুণ শিল্পী নুজহাত রাহনুমা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাসিকাল ডিপার্টমেন্টে অধ্যায়নরত এবং ২০১৮ সাল থেকে ড. প্রিয়াঙ্কা গোপ, ড. কুহেলী ইসলাম ও ২০২২ সাল থেকে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর শিষ্য তিনি।

এর আগে মুক্তি পায় নুজহাতের হাবিব ওয়াহিদের ফিচারিং ‘তোমার প্রেমে’ গান। এ গানের মাধ্যমে সংগীত ভুবনে পা রাখেন তিনি।

নতুন গান প্রসঙ্গে নুজহাত বলেন, ‘২০০৯ সালে শাস্ত্রীয় সংগীতের তালিম নিই ছায়ানট থেকে। নিয়মিত সংগীত চর্চা করছি। রবীন্দ্রসংগীতের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। অনুপ্রেরণায় ছিলেন বাবা। এত সুন্দর একটি রবীন্দ্রসংগীতের আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে খুব ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর গানটি মুক্তি পেয়েছে। এর সংগীতায়োজন নৈপুণ্যের সঙ্গে করেছেন নমন ভাই। নিজের সর্বোচ্চ দিয়ে ভালো গাওয়ার চেষ্টা করেছি। দীর্ঘ অপেক্ষার পর গানটি মুক্তি পেয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।’