ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র ও বিএনপি নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে-ব‍্যারিস্টার শাকিলা ফারজানা আওয়ামী কুকর্মের সহযোগীকে ফরহাদাবাদ স্কুলে আবারো সভাপতি মনোনয়ন হাটহাজারীতে রোজাদারদের সম্মানে এবি পার্টির ইফতার মাহফিল যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও স্বামরকলিপি প্রদান ইচ্ছার ইফতার আয়োজন সম্পন্ন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আলহাজ্ব সালাউদ্দীন আলী হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন ভয়াবহ অগ্নিকান্ডে ধ্বংস স্তূপে সাজেক হাটহাজারীতে তৃণমূল পর্যায়ে জনগণের কল্যাণে ত্যাগ স্বীকারের মাধ্যমে কাজ করার আহ্বান ডেভিল হান্ট অভিযানে পানছড়িতে গ্রেফতার তিন
স্বপ্নীল চক্রবর্তী-এর কবিতা

আমি বুঝেছিলাম

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;

তুমি বলেছিলে “আকাশে কী মেঘ করেছে দেখো?”,
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে “চুলে জট বেধেছে”;
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;

তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;

তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;

তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;

তুমি বলেছিলে ” আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে”,
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছে না;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;

তুমি জিজ্ঞেস করেছিলে,”কেমন আছো?”
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র ও বিএনপি নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে-ব‍্যারিস্টার শাকিলা ফারজানা

স্বপ্নীল চক্রবর্তী-এর কবিতা

আমি বুঝেছিলাম

আপডেট সময় : ১১:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;

তুমি বলেছিলে “আকাশে কী মেঘ করেছে দেখো?”,
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে “চুলে জট বেধেছে”;
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;

তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;

তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;

তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;

তুমি বলেছিলে ” আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে”,
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছে না;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;

তুমি জিজ্ঞেস করেছিলে,”কেমন আছো?”
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।