এশিয়ান খবর ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটিতে গত দুইবারের সভাপতি, আওয়ামী কুকর্মের সহযোগী ওসমান ফারুককে আবারও সভাপতি পদে মনোনয়ন দিয়ে গত ২৩ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে এলাকাবাসী চরম অসন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে। জুলাই-আগস্ট এর আন্দোলনের পরে কিভাবে আবারো আওয়ামী দোসর ও দালালদের আধিপত্য দেখা যায়? এ নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
অতিসত্বর যদি মনোনয়ন বাতিল করা না হয় তাহলে ছাত্র-জনতা মানববন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি প্রদান করতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।
এলাকাবাসী মনে করেন আওয়ামী সহযোগীর মনোনয়ন অব্যাহত থাকলে, জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের প্রতি অবমাননা ও অসম্মান করা হবে।